সহজে রান্নাঘর পরিষ্কার করার গাইড লাইন

0
9

প্রতিদিনের ডেস্ক:
পরিষ্কার ক্লিনিং কিট যেকোনো কিছু আরও সুন্দরভাবে পরিষ্কার করতে পারে। তাই যা কিছুই পরিষ্কার করুন না কেন, যা দিয়ে পরিষ্কার করবেন অর্থাৎ আপনার ক্লিনিং টুলটি আগে পরিষ্কার করে নিন। রান্নাঘর পরিষ্কার করার জন্য একটি রুটিন সাজিয়ে নিতে পারেন। তবে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে বিভ্রান্তি বাড়াবেন না। ধাপে ধাপে পরিষ্কার করুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন: রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে প্রথমেই রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন। থালাবাসনগুলো ধুয়ে রাখুন: নিত্য ব্যবহৃত থালাবাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখুন। খাড়াভাবে থালাবাসন রাখলে সহজে পানি ঝরে যায়, এতে থালাবাসন ভালো থাকে। ফ্রিজ এবং ক্যাবিনেটের ধুলা-বালি ঝেড়ে ফেলুন: রান্না ঘর পরিষ্কার করার তৃতীয় ধাপে ফ্রিজ এবং ক্যাবিনেটের ধুলাবালি ঝড়ে ফেলতে হবে। রান্না ঘরের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করুন: চতুর্থ ধাপে বাকি রইলো দা, বটি, ছুরি; এগুলো পরিষ্কার করুন। ঝুড়ি, ট্রের মতো জিনিসগুলো পরিষ্কার করুন: মসলার কৌটাগুলো যে ঝুড়ি বা ট্রেতে সাজিয়ে রাখেন, সেটিও পরিষ্কার রাখুন। চুলা এবং ওভেনের বাইরের অংশ পরিষ্কার করুন: সব শেষে রান্নাঘরের চুলা এবং ওভেনের বাইরের অংশ পরিষ্কার করে ফেলুন।