খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
4

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক বেবী সুলতানা’র বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে সম্পন্ন করায় আজ ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় ‘উত্তরণ যাত্রা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম ও ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মদ খায়রুল হাসান। সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার লিজা। এ সময় আরও বক্তৃতা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শান্তনু মন্ডল, সহকারী অধ্যাপক রওনক হাসান, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন, বিটপ শোভন বাছাড়, অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবির, মনিষা সাহা এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী মহানন্দ গাইন। অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সান্তনা শাহরিন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক বেবী সুলতানা’র কর্মময় জীবনের ওপর প্রকাশিত স্মরণিকা ‘উত্তরণ যাত্রা’ এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষককে ডিন অফিস, সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের পক্ষ থেকে ক্রেস্ট, পোট্রেট এবং বিভিন্ন স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।