প্রতিদিনের ডেস্ক
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে যাচ্ছেন শেন ওয়াটসন। ক্রিকেট পাকিস্তানসহ দেশটির বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমে এসেছে এমন খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি ওয়াটসনকে কোচ করার প্রায় সবকিছুই চূড়ান্ত করে ফেলেছে। এখন কেবল পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ আর ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। তার শোকেসে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়াটসন কোচ হিসেবেও বেশ সফল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করিয়েও বেশ সুনাম কুড়িয়েছেন। ৪২ বছর বয়সী সাবেক এই অসি অলরাউন্ডার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে কোয়েটা তাকে হেড কোচ বানিয়েছে। দেশসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়াটসনের সাফল্য দেখে এবার তাকে জাতীয় দলে চায় পিসিবি। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হবেন ওয়াটসন।