খুবিতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা

0
13

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে এপিএ’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। আজ ১১ মার্চ (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় বিশ্ববিদ্যালয়ের ই-গর্ভন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট আইসিটি সেলের পরিচালক কাজী মাসুদুল আলম, শুদ্ধাচার কৌশল কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এপিএর ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দীপক চন্দ্র মন্ডল, সেবা প্রদান প্রতিশ্রুতির বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৩) মো. আব্দুল্লাহ আল মামুন এবং তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির বিকল্প ফোকালপয়েন্ট আইসিটি সেলের প্রোগ্রামার ফারুক হোসেন। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব, সরকারি এম এম সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কেসিসি উইমেন্স কলেজের শিক্ষক ড. সাধিনা ইয়াসমিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী রেজাউল ইসলাম শুভ ও শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সিফাতুল ইসলাম। সভা সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় নৈতিকতা কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, এপিএ’র বিভিন্ন কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।