১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

গোপালপুরে চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মার্চ) কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে পদটি শূন্য হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে, ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়