পাইকগাছায় জুয়া খেলায় এক যুবকের কারাদণ্ড

0
9

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১ যুবক’কে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা উপজেলার চাঁদখালীর ইউনিয়নের উত্তর গড়েরআবাদ গ্রামে সরজমিনে উপস্থিত হয়ে উক্ত গ্রামের মসলে উদ্দিন এর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩০)কে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এদিকে উক্ত খরবটি থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন কে জানালে তিনি তাৎক্ষণিক সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মঞ্জুরুল ইসলাম(৩০)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া মুক্ত উপজেলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। জুয়া ও মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। তিনি সমাজের সচেতন মহলের কাছে মাদক ও জুয়ার বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আটক আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।