সিবগাতুর রহমানের ছড়া: বাঙালির ধ্রুবতারা

0
14

প্রতিদিনের ডেস্ক:
পরাধীন জাতি বহুকাল ধরে
হয়েছিল অসহায়,
আশার প্রদীপ হয়ে তুমি এলে
দুঃখী এই বাংলায়।
জাগ্রত করে দুঃখী বাঙালিরে
মোহনীয় ইশারায়,
সাগরের মতো অসীম অন্তরে
দিয়েছিলে তুমি ঠাঁই।
বাঁচার সাহস দিয়েছিলে তুমি
সদা উঁচু করে শির,
দৃঢ়তা তোমার ছিল যেন ওই
শিখর হিমাদ্রির।
শিল্পীর তুলি ছিল তোমার ওই
তেজস্বী তর্জনী,
প্রাণ সঞ্চারী ছিল তোমার ওই
বজ্রকণ্ঠ ধ্বনি।
তুমি দিয়েছিলে স্বপ্ন আঁকিয়া
বাঙালির অন্তরে,
সেই পিয়াসে স্বাধীনতা এলো
দুঃখী বাঙালির ঘরে।
আজও বাঙালির হৃদয়ে তুমি
সাহসের প্রেরণা,
পরম শ্রদ্ধা ভালোবেসে রাখা
তোমার নিশানা।
অধিকারহীন কোটি জনতার
তুমিই তো ধ্রুবতারা,
তোমার আলোয় এই বাঙালি
হবে না কো পথহারা।