অগ্নিঝরা মার্চ

0
5

নীলা গুহ
অগ্নিঝরা মার্চের বিশ তম দিন আজ। ইতিহাসের প্রতিটি দিন এবং প্রতিটি মাস মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। তেমনি বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার মাস হলো মার্চ মাস। এটি অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মাস। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাসটি ছিলো উত্তাল ঘটনাবহুল একটি মাস। মার্চের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমাদের স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই শুরু হয় এই মার্চেই। এই মাসেই বাঙালি প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। উত্তাল একাত্তরে পুরো মার্চ মাস জুড়ে বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। ১৯৭১ সালের ২০ মার্চ ঘটেছিলো কিছু ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। দেখে নিন ঘটনাগুলো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ইয়াহিয়া খানের চতুর্থ দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। সোয়া দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে অনুমান করা হয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জয়দেবপুরে সান্ধ্য আইন অব্যাহত থাকে।