যশোরে দুপ্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে জরিমানা

0
8

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত তদারকিমূলক অভিযান। ২০ মার্চ শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দড়াটানা মোড় ও জেলরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাবেয়া স্টোরকে ৪ হাজার টাকা, মদিনা ফল ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া তরমুজের বাজার পরিদর্শন করা হয় এবং তারা যেন বেশি মুনাফার আশায় অধিক দামে তরমুজ বিক্রয় না করে সে ব্যাপারে সতর্ক করা হয় ও উপস্থিতি থেকে পিস হিসাবে বিক্রয় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর ও সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। এই অভিযান অব্যাহত থাকবে।