কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নসিমনচালক রেজাউলের মৃত্যু

0
9

সোহাগ আলী,কালীগঞ্জ
অন্যান্য দিনের ন্যায় আজও রেজাউল করিম (৬০) সেহরি শেষে ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে জীবিকার উদ্দেশ্যে তার ইঞ্জিন চালিত নসিমন গাড়িটি নিয়ে বের হন। গন্তব্যস্থলে পৌঁছে গাড়িতে মুরগি লোড দিয়ে ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়ে প্রাণ হারান তিনি।দুর্ঘটনাটি ঘটে ২২ মার্চ শুক্রবার সকাল ৭ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে যশোর ঝিনাইদহ মহাসড়কে। নিহত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ছোট ভুটিয়ারগাতী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক জোয়ারদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরের দিক থেকে আসা একটি কভার ভ্যান ইঞ্জিন চালিত নসিমনটিকে ধাক্কা দিলে চালক রেজাউল গাড়ি সহ ছিটকে পড়েন সড়কের পাশে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শিশির কুমার ছানা বলেন, ৮ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেজাউল করিম নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসেন। তার শরীরে কোনো কাটার চিহ্ন ছিল না।দুর্ঘটনায় নিহত রেজাউল করিম ব্যক্তিজীবনে স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। তিন কন্যার বিবাহ হয়ে যাওয়ায় স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। সংসার আত্মীয়তা সহ জীবনযাপনের সার্বিক খরচ মেটাতে পেশা হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি ইঞ্জিন চালিত নসিমন গাড়ি চালান। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর শোকে দিশেহারা হয়ে পড়েছে স্ত্রী কন্যা ও আত্মীয়-স্বজন।