শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও মজুরির দাবিতে মোংলা ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

0
14

মোংলা সংবাদদাতা
চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকা এবং বিশ্ব বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়ায় মোংলা ইপিজেড এর অভ্যন্তরে অবস্থিত লাগেজ প্রস্তুতকারী ভারতীয় প্রতিষ্ঠান “মেসার্স ভিআইপি লাগেজ ইন্ডাস্ট্রিজ প্রা: লিমিটেড” ২৫ মার্চ সোমবার তাদের শ্রমিকদের মধ্যে থেকে ১৭০০ এর অধিক শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাই করা শ্রমিকরা প্রতিষ্ঠানটিতে ১০ মাসের নিচে কর্মরত রয়েছে বলে জানা যায়। নিয়ম অনুযায়ী তাদের সকল পাওনাদিসহ আগামী মাসের মূল বেতন ও ঈদ-উল-ফিতর এর বোনাস প্রদান করা হয়েছে বলেও জানাযায়। বিধি মোতাবেক ছাঁটাই করা হলেও শ্রমিকরা ৩টি মূল বেতনের দাবিতে সকাল সোয়া ৯ টা হতে ইপিজেডের প্রধান ফটক এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। লাগেজ প্রস্তুতকারী ভারতীয় প্রতিষ্ঠান “মেসার্স ভিআইপি লাগেজ ইন্ডাস্ট্রিজ প্রা: লিমিটেড” এর কর্মকর্তারা সহ স্থানীয় প্রশাসন উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও দুুপুরের দিকে শ্রমিকদের সাথে ইপিজেডের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ, শ্রমিক ও নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজিজুল ইসলাম জানান দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকলেও বর্তমানে তা শান্ত রয়েছে। ইপিজেডের কর্ম পরিবেশ স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ইপিজেড এ কর্তব্যরত আনসার সদস্যদের পাশাপাশি শিল্প পুলিশ এবং মোংলা থানা পুলিশের একাধিক দলকে ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে।