আজ মাগফিরাতের পঞ্চম দিন

0
12

আবু সাইদ মারুফ
চলছে রমজান মাস। রমজানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাতের পঞ্চম দিন (১৫ রমজান) আজ মঙ্গলবার। মাগফিরাতের পঞ্চম দিন। আজকের দিন থেকে সকল মানুষ ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়া। মহান আল্লাহ তা’আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ১৫ তম দিনে একটি দোয়া, বাংলা উচ্চারণ এবং অর্থ নিচে তুলে ধরা হলো-
اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ طاعَةَ الْخاشِعینَ، وَاشْرَحْ فیهِ صَدْری بِاِنابَةِ الْمخْبِتینَ، بِاَمانِکَ یا اَمانَ الْخائِفینَ
উচ্চারণ: আল্লাহুম্মার ঝুক্বনি ফিহি ত্বাআ’তাল খাশিই’ন; ওয়াশরাহ ফিহি সাদরি বি-ইনাবাতিল মুখবিতিন; বি-আমানিকা ইয়া আমানাল খা-ইফিন
অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তাওফিক দাও । তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করো। হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে তাঁর প্রকৃত ও পছন্দের বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।