মণিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
10

জি এম ফারুক আলম, মণিরামপুর
মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্য্যেদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি কর্মসূচির সূচনা হয়। এদিন সকাল ৮টায় উপজেলা পারিষদের সামনে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, যশোর-৫ আসনের এমপি এস এম ইয়াকুব আলীর পক্ষে, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, উপজলা পরিষদ, মুক্তিযাদ্ধা সংসদ, মণিরামপুর থানা পুলিশ, মণিরামপুর পৌরসভা, মণিরামপুর প্রেসক্লাব, উপজলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, অফিসার্স ক্লাব, মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্ননয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান নাজমা খানম, কমান্ডার আলাউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।