চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে

0
13

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় এ আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, একেএকে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা প্রায় আরও ৫৩ জন নেতা-কর্মী আদালত থেকে পালিয়ে যান বলেও জেলা বিএনপি এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। বিএনপির দলীয় আইনজীবী অ্যাডভোকেট শাহাজাহান মুকুল জানান, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (৩১ মার্চ) তাদের আগাম জামিনের মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ১০৭ জন নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এদের মধ্যে সাত জনকে জামিন ও ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার। এসময় আদালত বাকি ৫৩ নেতা-কর্মী হাজিরা না দিয়ে চলে যান। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগ, পুলিশ-প্রশাসনসহ সবকিছু হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মানুষের বিচার বিভাগের প্রতি যে আস্থা ছিল, সেটিও হারিয়ে যাচ্ছে। তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে।