আলোনসোকে কোচ ‘করছে না’ লিভারপুল, যার দিকে নজর

0
11

প্রতিদিনের ডেস্ক
২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ ক্লাবটিকে আমূল বদলে দেওয়ার নায়ক জানুয়ারির শেষদিকে আচমকা এই ঘোষণা দেন। এরপর থেকে লিভারপুলের সম্ভাব্য কোচের আলোচনায় ঘুরেফিরে এসেছে বেশ কয়েকটি নাম। তার মধ্যে ক্লাবটির সাবেক খেলোয়াড় ও বর্তমানে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ছিলেন শক্ত প্রার্থী। তবে লিভারপুল তাকে কোচ করার পরিকল্পনা থেকে সরে গেছে বলে নতুন খবর গণমাধ্যমের। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইএসপিএন। আলোনসো কোচ না হলে কাকে দায়িত্ব দেবে ক্লাবটি, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন এসে যায়। একই প্রতিবেদনে অলরেডদের দায়িত্বে ব্রাইটন কোচ ডি জার্বি এবং স্পোর্টিং সিপির রুবেন অ্যামোরিম বিবেচনায় আছেন বলে উল্লেখ করা হয়। আলোনসোকে না আনার পেছনে তারা যুক্তি দেখিয়েছে, আরও এক মৌসুম লেভারকুসেনের দায়িত্ব নিতে পারেন সাবেক এই স্প্যানিশ তারকা মিডফিল্ডার। গত ২৬ জানুয়ারি চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে ৮ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি ঘটানোর ঘোষণা দেন ক্লপ। যদিও লিভারপুল কর্তৃপক্ষকে গত নভেম্বরেই নাকি দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন সাবেক এই বরুশিয়া ডর্টমুন্ড কোচ। এরপরই লিভারপুলের দায়িত্বে সাবেক কিংবদন্তি ফুটবলার আলোনসো আসতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। একই সময়ে কোচ খুঁজছে বায়ার্ন মিউনিখও। কারণ তারাও ব্যর্থতার দায়ে চলতি মৌসুম শেষেই থমাস টুখেলকে চলে যেতে বলেছে। তাই বাভারিয়ানদের নজরও আলোনসোর দিকে। খেলোয়াড়ি জীবনে তিনি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল ছাড়া বায়ার্নের হয়েও খেলেছেন।