১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও

মোঃ এনামুল কবির, মোংলা
মোংলা উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) যোগদান করেছেন নিশাত তামান্না । মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি বরিশাল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নিশাত তামান্না ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) কর্মজীবন শুরু করেন। মঙ্গলবার মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও নিশাত তামান্না বলেন, ‘মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। আশাকরি আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবো।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়