১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

লালপুরে কৃষকের ভুলে অগ্নিকাণ্ডে গম ক্ষেত পুড়ে ছাই!

নাটোর সংবাদদাতা
নাটোরের লালপুরে উপজেলায় নাড়া পুড়াতে মাঠে পুড়াতে গিয়ে অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ বিঘা জমির পাকা গম ও রসুন পুড়ে ছাই। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫/২০ জন কৃষক। এক কৃষকের অসর্তকতায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর বরেন্দ্র অঞ্চলের বোরিং এর মাঠ নামক এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে পরে লালপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাই। ক্ষতিগ্রস্ত কৃষক জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটে। বিষয়টি জানতে পারেন। ততক্ষণে আগুনে গম পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক রামকৃষ্ণ পুর মাঠ, ক্ষতিগ্রস্ত কৃষকগন মোঃ কামাল পরিমান, হাচান, শরিফুল ইসলাম, আজগর, মোঃ মোহাম্মদ আলী, মোকলেস, ছইমুদ্দিন, চেনু আলী, মোঃ জামাল উদ্দিন। ক্ষতিগ্রস্ত কৃষক শরিফ উদ্দিন জানান, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ৩৬ বিঘা জমিতে আনুমানিক ২২৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়