২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ছবি এডিটিংয়ে ওয়ানপ্লাসে নতুন ফিচার

প্রতিদিনের ডেস্ক
পিক্সেলের পর এবার ছবি এডিটিংয়ে নতুন টুল যুক্ত করেছে ওয়ানপ্লাস। গুগলের ম্যাজিক ইরেজারের মতোই টুলটি কাজ করবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। খবর গিজচায়না। টুলটির মাধ্যমে যেকোনো ছবি থেকে অবাঞ্ছিত বস্তু সরানো সম্ভব। এআই ইরেজার টুলটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি এটিডিং কাজকে আরো সহজ করবে বলে আশা ওয়ানপ্লাসের।
এআই ইরেজার টুলটির সাহায্যে ব্যবহারকারী ওয়ানপ্লাস গ্যালারি অ্যাপ্লিকেশনে থাকা ছবিতে যেকোনো মানুষ, বস্তু বা ত্রুটি থাকলে তা নির্বাচন করতে পারবে। এরপর এআই নির্বাচিত অংশটি বিশ্লেষণ করে সেটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে প্রতিস্থাপন করবে।
প্রতিষ্ঠানটি জানায়, ওয়ানপ্লাস এআই ইরেজার টুল তৈরি করতে অনেক দিন ধরে গবেষণা করে আসছিল। কোম্পানিটি এর এআইকে বিভিন্ন দৃশ্যের মাধ্যমে প্রশিক্ষণ করিয়েছে। ফলে টুলটি অনায়াসে যেকোনো বস্তু প্রতিস্থাপন করতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়