ঈদ বাজার :শরণখোলায় প্রচন্ড গরমেও কেনাকাটার জন্য উপচে পড়া ভীড়

0
27

শামীম হাসান সুজন, শরণখোলা
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শরণখোলা উপজেলায় জমে উঠেছে কেনাবেচা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দর সুন্দর দৃষ্টি কাড়ে এরকম পোশাকের পসরা সাজিয়েছেন। বিক্রেতারা ক্রেতাদের মন আকর্ষণ করার জন্য পোশাকের বিভিন্ন নাম দিয়েছেন। পরিবার আত্মীয়-স্বজনের জন্য নতুন জামাকাপড় কিনতে রায়েন্দা বাজারের মার্কেট গুলোতে উপচে পড়া মানুষের ভীড়। চৈত্রের প্রচণ্ড তাপদাহ সহ্য করে ক্রেতারা বিভিন্ন দোকানে গিয়ে তারা তাদের পছন্দের পোশাক খুঁজে দেখছেন। প্রচন্ড গরম থাকায় সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শরণখোলা উপজেলার বিভিন্ন বাজারে ভীড় লক্ষ্য করা যায়। আবার সন্ধ্যার পরে ভীড় বাড়ে মার্কেট গুলোতে। বিশেষ করে দোকানে ছেলেদের তুলনায় মেয়েদের ভীড় লক্ষ করা যায়। সবচেয়ে ভীড় লক্ষ্য করা যায় জামাকাপড়ের দোকানে এরপর জুতা কসমেটিকসের দোকানে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আকন গার্মেন্টস এ্যান্ড বস্ত্রালয়ের মালিক মোঃ ওয়াহিদুল ইসলাম সোহাগ বলেন বিশ রোজায় ক্রেতাদের উপস্থিতি ও বিক্রি খুবই কম ছিল। কিন্তু বর্তমানে ক্রেতাদের উপস্থিতি ও বিক্রির অবস্থা খুবই ভালো ক্রেতাদের প্রচন্ড ভিড়। দামের দিক দিয়ে খুবই কম দামে বিক্রি করছি কারণ ক্রেতারা যেন একটু স্বস্তি পায়। মায়ের দোয়া গার্মেন্টসের মালিক মামুন জোমাদ্দার বলেন বিগত বছরের তুলনায় এ বছরের আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বিক্রি খুবই ভালো। তিনি আরো বলেন এই ঈদুল ফিতরে খুবই কম দামে জামা প্যান্ট সহ অন্যান্য কাপড় বিক্রি করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শরণখোলা উপজেলায় প্রচন্ড গরমে কেনাকাটার জন্য উপচে পড়া ভীড়।