যান চলাচল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন: বাগেরহাটে কাল বৈশাখী তান্ডবে নিহত-১ আহত-১০ : দু শ ঘরবাড়ি বিধ্বস্ত

0
35

কামরুজ্জামান মুকুল,বাগেরহাট
বাগেরহাটে রবিবার সকালে কালবৈশাখী ঝড়ের তান্ডবে আরিফুল ইসলাম সরদার (৩২) নামে এ এক যুবক কুষক নিহত হয়েছে। নিহত আরিফুল ইসলাম নিক্সন কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামের মহিয়ার রহমান সরদারের ছেলে। ঝড় শুরু হলে সে বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে মারা যায়। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলাসহ পার্শ্ববর্ত্তী এলাকায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বিপুল সংখ্যক গাছপালা। ঘরের ওপর গাছ পড়ে আহত হয়েছে অন্তত: ১০ জন। অনেকের টিভি, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্রের মারত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ২৫ টি বিদ্যুতেৎ খুটি ভেঙ্গে পড়েছে। জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন যায়। বিদ্যুতের খুটি ও গাছ পড়ে বাগেরহাট-খুলনা, বাগেরহাট-মোংলা, বাগেরহাট-পিরোজপুর ও মোড়েলগঞ্জ-শরণখোলাসহ বিভিন্ন সড়কে কয়েক ঘন্টা যানবহন চলাচল বন্ধ খাকে। তাৎক্ষনিক ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ বিভাগসহ আইন-শৃংখলা বাহিনী এবং স্থানীয়রা মিলে প্রতিবন্ধকতা অপসারণ করলে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সকাল সোয়া নয়টা থেকে প্রায় ত্রিশ মিনিট ব্যাপী ঝড়ের তান্ডব চলে। এসয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। ঝড়োহাওয়ার সাথে অবিরাম বজ্রবিদ্যুৎ চমকাতে থাকে। ডেমা এলাকার আব্দুল হালিম কাড়াপাড়ার সলেমান সেখ ষাটগম্বুজের দুলাল হালদার, মাহমুদ আলী, কাড়াপাড়ার গোবরদিয়া এলাকার নিলা বেগম, কচুয়ার আবুল হোসেনসহ ক্ষতিগ্রস্থরা জানান, আকস্মিক ঝড়ে তাদের এলাকার অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। ঝড়ে অধিকাংশ ঘরের চাল বেড়া উড়ে যায়। অনেকের টিভি, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্রের মারত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।’জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, এ খবর নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া সহায়তার জন্য জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে।