কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার গুলিতে আহত ২

0
11

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের পিস্তলের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। এদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে কুষ্টিয়া হাসপাতালের চিকিৎসক। শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করার অভিযোগ উঠেছে জেলার ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় গুলিবিদ্ধ হাসেম গাজী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী এবং রেজাউল হক (৫০) নামে এক ভ্যানচালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, শনিবার সন্ধায় গুলিবর্ষণে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িত সন্দেহে আতাহার আলী এবং তার ভাতিজা রিগ্যান ও ভাগ্নে আয়নালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে নতুন করে উত্তেজনা ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধ হাশেম গাজীর ছেলে সোহেল ঘটনার বর্ণনায় বলেন, সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাহার আলী লোক পাঠিয়ে হাসেম গাজীকে শিমুলিয়া বাজারে ডেকে নেন। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করলে তার বাবা ও সেখানে থাকা ভ্যানচালক রেজাউল গুলিবিদ্ধ হন।
তার অভিযোগ, গত ডিসেম্বরে সংসদ নির্বাচনে তার বাবা নৌকার বদলে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে কাজ করায় আতাহার আলীর সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব ছিল। বেশ কিছুদিন ধরে তার লোকজন হুমকি দিয়ে আসছিল। কয়েকদিন আগে তাদের বাড়ির উঠানে ককটেলও নিক্ষেপ করা হয়। আতাহার আলী পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য জানা যায়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাশেম গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।