বাগেরহাটে হামলায় আ.লীগ নেতাসহ নিহত ২

0
6

কামরুজ্জাান মুকুল, বাগেরহাট
বাগেরহাটে ঈদের ছুটির মধ্যে হামলায় আওয়ামীলীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। এরমধ্যে ঈদেরদিন চিতলমারীর কাননচক বাজার এলাকায় হামলায় আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন খান (৬৬) নিহত হন। হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবু শাহীন ও কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া শেখের সমর্থদের মধ্যে সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। পরে হাসপাতালে মারা যান। এ হত্যার ঘটনায় সেখানে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।

অপরদিকে, মোল্লাহাটের আংড়া গ্রামে শনিবার মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের ভগ্নিপতি আজিজুল হক নিহত হন। এ ঘটনায় মামলা হলে কনের বাবা-মাকে পুলিশ গ্রেপ্তার করে। (১৩ এপ্রিল) আংড়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আংড়া গ্রামের শাহদাত মুন্সি ও তার স্ত্রী পপি বেগম। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের ভগ্নিপতি। এছাড়া চিতলমারীর ঘোনা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হয়েছে। হামলায় নারীসহ ৫ জন আহত হন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করা হয়। হামলায় আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মোল্লার স্ত্রী আম্বিয়া খাতুন (৬২), রানা মোল্লা (৩২), রেজওয়ান মোল্লা (৪০), ছাকি মোল্লা (২৮) ও রাজিব মোল্লা (৩৫)।