শরণখোলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

0
3

শামীম হাসান সুজন, শরণখোলা
প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে শরণখোলা উপজেলায়। প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মানুষের জন্য প্রোটিন সরবরাহের লক্ষ্যে বেলা ১১.৩০ মিনিটে খামারিদের স্টল প্রদর্শন আলোচনা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে খামারিরা তাদের বিভিন্ন উন্নত জাতের গরু ছাগল হাঁস মুরগি প্রাণির খাবার ঔষধ ও গরুর গোবর মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টের নমুনা নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে নিয়ে স্টল পরিদর্শন করে। স্টল পরিদর্শন শেষে আলোচনা অনুষ্ঠানে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভা:প্রা:) ডাঃ মোছাহেব আহমদ নাঈম এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান রাহান উদ্দিন আকন শান্ত তখন উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল আইসিটি কর্মকর্তা মোঃ মাসুদ রানা মেরিন ফিশারিজ মোঃ রবিউল ইসলাম এসডিএফ এর প্রতিনিধি সাইফুল আলম সরকার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।