স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীর সংবাদ সম্মেলন

0
4

কালিয়া সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার টোনা গ্রামের নাসির সরদার নামে এক প্রবাসী বিদেশ থেকে স্ত্রী’র কাছে টাকা পাঠিয়ে সর্বশান্ত হয়েছেন। স্ত্রীর কাছে পাঠানো টাকা দিয়ে শাশুড়ী ও শ্যালকরা তারা নিজেদের আখের গুছিয়ে বঞ্চিত করেছে নাসিরকে। দেশে এসে টাকার হিসাব চাইলে শ্যালকদের হাতে মিথ্যা মামলা ও মারপিটের শিকার হন তিনি। মামলা করায় নিজ বাড়ীতে উঠতে পারছেন না ঐ প্রবাসী নাসির সরদার। নাসির সরদার টোনা গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে। এ ঘটনায় ১৯ এপ্রিল (শুক্রবার) রাত ৮ টার দিকে নড়াগাতী বাজার সংলগ্ন একটি ঘরে সংবাদ সম্মেলন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভুক্তভোগী নাসির সরদার। সংবাদ সম্মেলনে প্রবাসী নাসির সরদার তার লিখিত বক্তব্য বলেন, আমি ২০ বছর যাবত সৌদি প্রবাসী। ওখানে আমি ম্যান পাওয়ারের ব্যবসাসহ ৪ টি দোকান ছিল। স্ত্রী সন্তানদের ভালো রাখতে আমার সমস্ত ইনকাম আমার স্ত্রীকে পাঠায়।ঐ টাকায় সে তার নাম সহ শাশুড়ী ও ২ শ্যালক মামুন ও রুবেল এর নামে তারা গ্রামে ৩ একর ও খুলনা শহরে ৫ শতক জমি ক্রয় করে । বিগত ৯ মাস আগে দেশে এসে জমির দলিল ও টাকার হিসাব চাইলে তারা গড়িমসি করে। পরিশেষে জানতে পারি আমার স্ত্রী বন্যা বেগম ও তার পুলিশে চাকুরীরত ভাই রুবেল ও মামুনের নামে দলিল হয়েছে, কোথাও আমার নাম দেওয়া হয়নি। অতঃপর ঈদের দিন একটি বিয়ের অনুষ্ঠানে গেলে আমার পুলিশ শ্যালক রুবেল সরদার ও তার ভাই মামুনসহ ৪/৫ জনের সন্ত্রাসী দল আমার প্রাইভেট কার ভাংচুর করে আমাকে মারপিট করে গুরুতর আহত করে এবং কাছে থাকা বিয়ে বাড়ীর উপহার একটি স্বর্ণের হার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে নড়াগাতী থানায় মামলা দায়ের করি। এই মামলা করার কারণে আমার স্ত্রী ও শ্যালকরা হত্যার হুমকি দিচ্ছে।প্রানের ভয়ে আমি নিজ বাড়ী ছেড়ে আত্মগোপনে আছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে সরকার তথা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি।