হোয়াটসঅ্যাপের পুরোনো মেসেজ খুঁজে পাবেন সহজেই

0
6

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে প্ল্যাটফর্মটিতে। স্ট্যাটাস থেকে গ্রুপ চ্যাট, গ্রাহকদের সুবিধার কথা ভেবে সবক্ষেত্রেই নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে।হোয়াটসঅ্যাপে কাজের প্রয়োজনে অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন। এত চ্যাটের ভিড়ে জরুরি মেসেজ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিল্টার ‘চ্যাট ফিল্টার’ ফিচার চালু করেছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের দ্রুত মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে।মেটা সিইও মার্ক জুকারবার্গ তার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুকে এই ফিচারের কথা ঘোষণা করেছেন। রেকোম্পানি তিনটি ফিল্টার চালু করেছে, যার অর্থ হলো সব চ্যাট তিনটি আলাদা আলাদা মেনুর অধীনে শ্রেণীবদ্ধ করা হবে-‘অল’, ‘আনরিড’ এবং ‘গ্রুপ’। এই তিনটি ফিল্টারই ব্যবহারকারীদের চ্যাট তালিকার শীর্ষে থাকবে।এবার ফিল্টারগুলোর ব্যবহার জেনে নিন-অল: এটি মেসেজের ডিফল্ট ভিউ।আনরিড: এই ফিল্টারটি এমন কথোপকথন দেখতে সহায়তা করে যা ব্যবহারকারী পড়েননি। এটি এমন মেসেজ প্রদর্শন করবে যা ব্যবহারকারী খোলেননি বা আনরিড হিসাবে চিহ্নিত করেছেন।গ্রুপ: এই ফিল্টারের সাহায্যে, সব গ্রুপ চ্যাটগুলো সুন্দরভাবে এক জায়গায় সংগঠিত হবে, ব্যবহারকারী নিজের পছন্দের গ্রুপ খুঁজে পেতে সাহায্য করবে।এই নতুন চালু হওয়া চ্যাট ফিল্টার ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের কাছে রোল আউট হতে শুরু করেছে। ধীরে ধীরে, এটি আগামী সপ্তাহগুলোতে সবার জন্য উপলব্ধ হবে।নতুন চ্যাট ফিল্টার ফিচার যেভাবে ব্যবহার করবেন-প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। অ্যাপ চালু করতে ডিভাইসে সবুজ হোয়াটসঅ্যাপ আইকন খুঁজতে হবে এবং আলতো প্রেস করুন। ‘চ্যাট’ ট্যাবে নেভিগেট করতে হবে। ‘চ্যাট’ ট্যাবে অ্যাক্সেস করতে হোয়াটসঅ্যাপের নিচে স্পিচ বাবল আইকনে ট্যাপ করতে হবে।চ্যাট ফিল্টার অ্যাক্সেস করতে ‘চ্যাট’ ট্যাবের উপরের ডানদিকের কোণে ফিল্টার আইকনে আলতো প্রেস করতে হবে।‘অল’ ফিল্টার নির্বাচন করতে সম্পূর্ণ চ্যাট হিস্টোরি দেখতে ফিল্টার অপশন খোলার পরে ‘অল’ বাটনে আলতো প্রেস করতে হবে।
শুধু আনরিড মেসেজ দেখতে নতুন মেসেজগুলোর সঙ্গে চ্যাট দেখতে ফিল্টার অপশনে ‘আনরিড’ অপশনে প্রেস করতে হবে।শুধু গ্রুপ চ্যাট দেখতেশুধু গ্রুপ কথোপকথনে ফোকাস করতে ফিল্টার অপশনে ‘গ্রুপ’-এ প্রেস করতে হবে।ফিল্টার চ্যাট খুঁজতে ফিল্টার প্রয়োগ করার পর, এর বিষয়বস্তু দেখতে যে কোনো চ্যাটে প্রেস করতে হবে।