১৮ মাসের শিশুসহ প্রতিবন্ধী কিশোরীকে মারপিট

0
10

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ১৮ মাসের এক শিশুসহ তার ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী চাচাত বোনকে মারপিটের অভিযোগ উঠেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামে এমন ঘটনা ঘটে। শাররিক জটিলতা দেখা দেয়ায় রাতে আহত শিশু আরশি সহ খাদিজা নামের ঐ কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরশির পিতা আলতাফ হোসেন জানান মাগরিবের নামাজের পর তার শিশু কন্যাকে কোলে নিয়ে ভাইঝি প্রতিবন্ধী খাদিজা হাঁস খুঁজতে যায়। এসময় বাদানুবাদের জেরে প্রতিবেশী সামছুজ্জামানের স্ত্রী করিমুন্নেছা ও তার আত্বীয় আলমগীরের স্ত্রী সালেহা দুই শিশুকে মারধর করে। পরিবারের অন্যরা হাঁস নিয়ে রাত আটটার দিকে বাড়িতে ফিরে মারপিটের ঘটনায় অসুস্থ হয়ে পড়া দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসকের পরামর্শে তাদের ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলেও তিনি জানান। অভিযোগের বিষয়ে করিমুন্নেছার স্বামী সামছুজ্জামান বলেন প্রতিবেশী সালেহা মারধর করে থাকতে পারেন। এঘটনায় তার স্ত্রী জড়িত নয়। সত্যতা স্বীকার করে সালেহার স্বামী আলমগীর বলেন, প্রতিবন্ধী ঐ কিশোরী ইট তুলে মারতে উদ্যত হওয়ায় চাচী করিমুন্নেছাসহ তার স্ত্রী খাদিজাকে কয়েকটি চড় থাপ্পড় দেয়। ১৮ মাসের শিশুর বুকে আঘাতের চিহ্নের বিষয়ে তিনি বলেন, এসব আঘাতের চিহ্ন আরও আগের হতে পারে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।