আমি হলে তাকে দলেই নিতাম না, কার কথা বললেন শেবাগ?

0
3

প্রতিদিনের ডেস্ক
দলের অধিনায়ক শিখর ধাওয়ান নেই। ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না তিনি। পরিবর্তে পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ব্যাট হাতে ইনিংস ওপেন করার পাশাপাশি বল হাতেও প্রতিপক্ষের সামনে নিজেকে ভালোভাবে মেলে ধরার চেষ্টা করেন। কিন্তু এবারের আইপিএলে মোটামুটি ব্যর্থ বলা যায় স্যাম কারানকে। না বল হাতে, না ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতে পারছেন! পাঞ্জাবও একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চাইতে একধাপ এগিয়ে শুধু তারা। ৮ ম্যাচে বেঙ্গালুরু জয় পেয়েছে ১টিতে, পাঞ্জাব জয় পেয়েছে ২টিতে। টেবিলে বেঙ্গালুরু ১০ নম্বরে, পাঞ্জাব ৯ নম্বরে। পাঞ্জাব কিংসে অধিনায়ক স্যাম কারানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ। বিশেষ করে গুজরাট টাইটান্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হারের পর শেবাগের প্রশ্নটা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, টানা চার ম্যাচ হেরেছে পাঞ্জাব। বিরেন্দর শেবাগ সরাসরি বলে দিয়েছেন, তিনি হলে (আইপিএলের) কোনো দলে কোনোভাবেই স্যাম কারানকে নিতেন না। বিশেষ করে পাঞ্জাবের কোচ হলে তো না’ই। শেবাগ বলেন, ‘যদি আমি পাঞ্জাব কিংসের ডাগআউটে থাকতাম, তাহলে অবশই তাকে (স্যাম কারান) দলে নিতাম না। তার মত একজন মিনি অলরাউন্ডার, যিনি কিছুটা বোলিং পারেন, কিছু ব্যাটিং পারেন। এমন একজন ক্রিকেটাকে কিছু্তেই আমার দলে নিতাম না।’ নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরে স্যাম কারানের সমালোচনা করে শেবাগ বলেন, ‘একজন খেলোয়াড় কোনোভাবেই যোগ্য হতে পারে না, যখন সে সামান্য ব্যাটিং পারে, সামান্য বোলিং পারে। হয় আপনি ভালো ব্যাটিং করবেন, যা দিয়ে দল জিতবে। না হয় ভালো বোলিং করবেন, যেটা দিয়ে দল জিতবে। কিন্তু সামান্য যোগ্যতা দিয়ে কিভাবে একজন দলের গুরুত্বপূর্ণ অংশ হয়, তা আমি বুঝি না।’ এবারের আইপিএলে স্যাম কারানের পারফরম্যান্স খুবই বাজে। ৮ ম্যাচে রান করেছেন কেবল ১৫২। স্ট্রাইক রেট ১১৬.০৩। একটি মাত্র হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। উইকেট নিয়েছেন ১১টি। দলের বাজে পরিস্থিতিতে স্যাম কারানের ভূমিকা নিয়েই তাই প্রশ্ন উঠতে শুরু করেছে।