নতুন করে আলোচনায় জেফার

0
4

প্রতিদিনের ডেস্ক
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম চরকির ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন দেশের আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। নিজের অ্যালবাম ‘আনকেজড’-এর জন্য পরিচিতি লাভ করা এই সংগীতশিল্পী চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমাটির মাধ্যমে নতুন করে আলোচনায়ও এসেছেন। ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমাটি পরিচালনা করেছেন গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটির লুক প্রকাশ্যে আসতেই জেফারকে দেখে চমকে গিয়েছিলেন সবাই। অভিনয়ের জন্য নিজের লুক পরিবর্তন করেছিলেন তিনি। জেফার জানান, এর আগেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা ‘ন ডরাই’-এ প্লেব্যাক করেছেন, এমনকি সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন। তবে ‘মনোগামী’ দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে এসেছেন। তিনি বলেন, সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু ‘মনোগামী’র মাধ্যমে প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে পর্দায় এসেছি।
বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিংও। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা ও সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য ভীষণ রোমাঞ্চকর। পরবর্তী সিনেমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগেও বেশ কয়েকটি সিনেমার অফার এসেছিল, তবে আমি চাইতাম সবাই যেন আমাকে সংগীতশিল্পী হিসেবেই চেনে। তবে খুব ভালো প্রজেক্ট হলে অভিনয় করবো।