ধান কাটলেন এমপি বদিউজ্জামান সোহাগ

0
11

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য বাগেরহাট-৪ আসনের এমপি এইচএম বদিউজ্জামান সোহাগ কৃষকদের সাথে নিয়ে মাঠে বোরো ধান কাটলেন। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৯ নং রাজেশ্বর ওয়ার্ডের জিলবুনিয়া গ্রামে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলায় ১২০০ হেক্টর জমিতে আনুমানিক ৮০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। অনুষ্ঠানের প্রথমেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনে সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন বোরো ধান কর্তন উৎসব শরণখোলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান রায়হানউদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম টিপু চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ।