শ্রম দপ্তরের মামলায় এ্যাজাক্স জুট মিলের মালিক জেলহাজতে

0
9

খুলনা প্রতিনিধি
শ্রমিকদের পাওনার পরিশোধ সংক্রান্ত সিদ্ধান্ত ভঙ্গের দায়ে খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত এজাক্স জুট মিলস লিমিটেটেডের চেয়ারম্যান (মালিক) কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালত, খুলনায় পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার দায়ের করা ফৌজদারি মামলা নং-২৪৭ এর রায় গত ২০ মার্চ ঘোষিত হয়। বিজ্ঞ শ্রম আদালত, খুলনা সকলপক্ষের দীর্ঘ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার আসামী কাউছার জামান বাবলাকে দোষী সাব্যস্ত করে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উল্লিখিত রায়ের পরিপ্রেক্ষিতে আসামী জনাব কাউছার জামান বাবলা গতকাল ২৩ এপ্রিল আপিলের শর্তে জামিন চেয়ে শ্রম আদালত, খুলনায় আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আবেদন নামঞ্জুর করে আদালতে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করলে আদালত থেকে আইন শৃঙ্খলা বাহীনি তাকে জেল হাজতে নিয়ে যান।