টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য ইংল্যান্ডের

0
3

প্রতিদিনের ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর আর ৩৭ দিন বাকি। যার জন্য ব্যস্ত সূচিতে রয়েছে প্রতিযোগী প্রায় সবকটি দেশ। আসন্ন আসরটিতে কে ফেভারিট কিংবা শক্তিমত্তায় কারা এগিয়ে– এমন আলোচনা এখনও শুরু হয়নি। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে দুয়েকটা কথা আসছে ক্রিকেটারদের পক্ষ থেকে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির বলেছিলেন বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা। এবার টানা দ্বিতীয় টি-টোয়েন্টির শিরোপা জয়ের লক্ষ্য জানান দিলেন ইংল্যান্ড তারকা আদিল রশিদ।
পাকিস্তানকে হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বশেষ ২০২২ সালের বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। যেখানে দলের জয়ে ভূমিকা রাখা লেগস্পিনার আদিল রশিদ ২২ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছিলেন। যদিও ইংল্যান্ড সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চরম বাজে সময় কাটিয়েছে। ছয় হার ও তিন জয় নিয়ে তারা বিশ্বকাপ শেষ করেছিল সপ্তম অবস্থানে থেকে। এ নিয়ে রশিদের মন্তব্য, ‘৫০ ওভার সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট।’ অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না এই ইংলিশ তারকা। ইসিবির জাতীয় টেপ-টেনিস বল প্রতিযোগিতার উদ্বোধনকালে রশিদ বলেন, ‘আমরা একেবারে কম রান করেছি, যাইহোক যা হওয়ার হয়েছে। এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের সেরা টুর্নামেন্ট ছিল না, ব্যাট–বল কিংবা দল হয়ে কোনো বিভাগেই আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে আমি মনে করি আসন্ন (টি-টোয়েন্টি) বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের, যেখানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।’ ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে দল রয়েছে, এখানে থাকা ক্রিকেটারদের ভালো মাইন্ডসেট ও যথেষ্ট অভিজ্ঞতা আছে। যদি আমরা একই বিশ্বাস নিয়ে সেখানে যেতে পারি, আমি আশাবাদি আমরা বাকি পথ সামলাতে পারব। আমরা ‘‘খারাপ একটা বিশ্বকাপ’’ কাটিয়েছি, যা এটার চেয়ে ভিন্ন ফরম্যাটের, ৫০ ওভারের, ২০ ওভারের নয়। আমরা দুটিকে মিলিয়ে ফেলতে চাই না’, আরও যোগ করেন ইংলিশ লেগস্পিনার রশিদ। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরে কেবল একটি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। তাও সেটি এসেছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে। পরবর্তীতে সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৬৯ রান তাড়া করে ১৬ ওভারেই ১০ উইকেট হাতে রেখে জিতে যায়। ফাইনাল ছিল তাদের জন্য আরও সহজলভ্য। কারণ শিরোপা নির্ধারণী ম্যাচটিতে পাকিস্তান মাত্র ১৩৮ রানের লক্ষ্য দিয়েছিল ইংলিশদের, সেই ম্যাচটি জিতে নেয় ৫ উইকেট হারিয়ে। জস বাটলারের দল একইভাবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া আসরেও দাপট দেখাতে চায়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আদিল রশিদ বলেন, ‘আমরা সাম্প্রতিক অতীতে ভালো খেলিনি, কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়েছে, দলও সেখান থেকে কামব্যাক করেছে এবং মুখ ফিরিয়ে বিশ্বকাপ জয়ের দিকে। যদি টি-টোয়েন্টিতে আপনি অনেক বেশি পরিকল্পনা সাজান, তবে আপনি নিজেদের ১৮০–১৭০ এ আটকে ফেললেন। আবার আপনি যদি সত্যিকার স্বাধীনতা নিয়ে খেলেন তাহলে আপনি ২৫০–৩০০ রানও করতে পারবেন।’ উল্লেখ্য, ১ জুন বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে সর্বশেষবার নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। মে মাসের শেষদিকে দু’দল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে। এরপর ৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মোকাবিলা করবে স্কটল্যান্ডকে।