সাতক্ষীরার আলিপুরে কথিত বোমা হামলা মামলায় অভিযুক্ত ২৫ জন!

0
3

আব্দুল আলিম, সাতক্ষীরা
আগামী ২৮ এপ্রিল সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের চারবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তাঁর প্রতীক ঘোড়া।
বিপক্ষে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউল ইসলাম জিয়া। তিনি এবারেই প্রথম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতীক মোটরসাইকেল। প্রতিদিন ইউনিয়নব্যাপী দুই পক্ষের প্রচার প্রচারণাও তুঙ্গে। শান্তিপূর্ণ ভাবে সবকিছুই ঠিক ঠাক চলছিলো। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। জিয়াউল ইসলাম জিয়ার পরিবার ও আলহাজ্ব আব্দুর রউফ পরিবারের মাঝে দীর্ঘদিনের পুরোনো খুনসুটি যেনো মাথা চাড়া দিয়ে উঠেছে নির্বাচনী হাওয়ায়। যেকোন মূল্যে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে পরাজিত করার দৃঢ় সংকল্প ও নানাবিধ পরিকল্পনা করে নির্বাচনি মাঠ দখলে রাখতে চায় জিয়া পক্ষ। এদিকে, একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ তার ইউনিয়নবাসীর ভোটে পূনরায় নির্বাচিত হতে চান। এসব কিছুর মাঝে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করলেন, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সহোদর রফিকুল ইসলাম। মামলা নম্বর ৪২। ২৩ এপ্রিল মঙ্গলবার দায়েরকৃত মামলায় প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর আপন দুই ভাই মোস্তাফিজুর রহমান ছোট ও হাবিবুর রহমান হবিসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। এরা সবাই চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফের কর্মী-সমর্থক। মামলায় বলা হয়েছে,২২ এপ্রিল রাতে জিয়াউল ইসলাম জিয়াসহ তার পক্ষীয় বহু লোকজন নিয়ে প্রচারণা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ১২ টার দিকে আলিপুর ঢালীপাড়া নামক স্থানে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করে এবং একাধিক বোমা হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন। ওই দিন রাতে আদৌ সেখানে কোনো বোমা ফাটেনি। চকোলেট বাজি ফুটোনোর মতো দুই একটি শব্দ শুনেছেন বলে কেউ কেউ। আর একারনেই সবকিছুই রহস্যে মোড়ানো বলে অভিযোগ উঠেছে। তবে, ঘটনা যাই ঘটুক এলাকাবাসী চান শান্তি। তারা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। অভিযোগ,পাল্টা অভিযোগ কোন কিছুই সাধারণ ভোটাররা শুনতে চান না। ভোটাররা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় প্রশাসনের কাছে। আলিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেন, নিশ্চিত পরাজয় জেনেই প্রতিপক্ষ এমন নাটক তৈরি করেছে। মিথ্যা মামলা দিয়ে আমার দুই সহোদর ভাই ও অসংখ্য কর্মী-সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্রের জবাব দেবেন জনগণ। আগামী ২৮ এপ্রিল জনগণ ভোট দিয়ে তাকে আবারো নির্বাচিত করবেন। তিনি মামলার ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করে বলেন, আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ। তারা বোমা হামলার নাটক তৈরি করেছে। নির্বাচনি প্রচারণায় বাঁধা দিচ্ছে। এবিষয়ে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে মঙ্গলবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। এবিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, এঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।