ঘরের মাঠে হোঁচট, শিরোপার অপেক্ষা বাড়লো পিএসজির

0
7

প্রতিদিনের ডেস্ক
এই ম্যাচ জিতলেই লিগ ওয়ানের চলতি আসরের শিরোপা জয়ের উল্লাসে গা ভাসাতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু তাদের ঘরের মাঠে গিয়েই পয়েন্ট ছিনিয়ে সেই অপেক্ষা আরেকটু বাড়ালো লে হাভ্রে। ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে শিরোপাধারীরা। শনিবার (২৭ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে খেলতে নেমে ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। বক্সের বাঁদিক থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন হাভ্রের আইভরি কোস্টের ডিফেন্ডার ক্রিস্টোফার। অবশ্য ২৯তম মিনিটেই সমতায় ফেরে পিএসজি। দলকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। লড়াই তখন জমজমাট। তাতে আরেকটু উত্তেজনা ছড়িয়ে দেন ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ু। তার গোলে আবার এগিয়ে যায় হাভ্রে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় হাভ্রে। দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমান দেম্বেলেকে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান লুইস এনরিকে। তবে খেলায় ছন্দ ফেরাতে পারেনি ফরাসি জায়ান্টরা। উল্টো ৬১তম মিনিটে গিনির মিডফিল্ডার আব্দুলাই তুরের সফল স্পট কিকে ব্যবধান বাড়িয়ে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগায় হাভ্রে। তবে শেষের দিকে ব্যবধান আর ধরে রাখতে পারেনি দলটি। প্রথমে ৭৮তম মিনিটে গোল করে ব্যবধান কমান আশরাফ হাকিমি। আর যোগ করা সময়ে দলের মান বাঁচানো গোলটি করেন গনজালো রামোস। এই জয়ে ৩১ ম্যাচে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫৮। আজ ম্রাঠে নামছে মোনাকো। লিওনের মাঠে এই ম্যাচে তারা হারলেই পিএসজির দ্বাদশ লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে।