ভাই বোনদের বঞ্চিত করে বাবার সব জমি লিখে নিলেন বড় ভাই

0
11

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুরে আট ভাই বোনকে বঞ্চিত করে পিতার সব জমি বড় ভাই আইয়ুব আলী আকন নিজের নামে লিখে নেন বলে অভিযোগ উঠেছে। পশ্চিম রাজাপুরের মরহুম আজিজ আকনের দুই পরিবারে মোট ছেলে-মেয়ের নয় জনের মধ্যে চার ভাই পাঁচ বোন। মরহুম আজিজ আকনের মেজ ছেলে মোঃ আবু বক্কর ও ছোট ছেলে আবুল বাসার বলেন জীবিকা নির্বাহের জন্য আবুল বাসার ঢাকাতে দিনমজুরের কাজ করতেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দিনমজুরের কাজ করতে না পারায় তার জীবিকা চালাতে কষ্ট হয়। তাই তিনি তার পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলতে আসেন। তখন আমার বড় ভাই আইয়ুব আলী আকন ঘর তুলতে বাধা দেন এবং তাদের তাদের উপর হামলা চালিয়ে রান্না করা খাবার সহ বিছানা পত্র ফেলে দেন। তখন মেজ ভাই আবু বক্কর ও ছোট ভাই আবুল বাশার বড় ভাই আইয়ুব আলী আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন তার বাবা মরহুম আজিজ আকন তার কাছে জমি বিক্রি করে দিয়েছেন। এই জমি আমার তাই এই জমিতে ঘর তুলতে পারবি না। মেজ ভাই আবু বক্কর ও ছোট ভাই আবুল বাশারের কাছে জানতে চাইলে তারা বলেন। তার বাবা তার বড় ভাই আইয়ুব আলী আকনের কাছে কোন জমি বিক্রি করেনি। বরং আমাদের বড় ভাই আইয়ুব আলী আকন মাঝে মধ্যে ঢাকায় গিয়ে তার বাবার জমি রক্ষার জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজে স্বাক্ষর নিয়ে আসতেন। মরহুম আজিজ আকনের বড় ছেলে আইয়ুব আলী আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন ছোট ভাইরা যে অভিযোগ করছেন সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন তার মেজ ভাই ও ছোট ভাই সহ অন্যান্য ভাই-বোনরা তার কাছে জমি বিক্রি করেছে। আইয়ুব আলী আকনের প্রতিবেশী নাসিমা বেগম ও নাছির হাওলাদার জানান মরহুম আজিজ আকনের বড় ছেলে আইয়ুব আলী আকন তার ভাই-বোনদের জমি না দিয়ে কৌশলে জমি নিজের নামে লিখে নিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেছেন। ইউপি সদস্য কামাল হোসেন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ধরনের একটি অভিযোগ তার কাছে এসেছে তিনি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।