স্কুলে আসার পথেই অসুস্থ, ক্লাস না করে ফিরেছে অনেক শিক্ষার্থী

0
7

প্রতিদিনের ডেস্ক:
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী আজমিরা ইয়াসমিন। সে বনশ্রী শাখার ইংলিশ ভার্সনের দিবা শাখার ছাত্রী। রুটিন অনুযায়ী—তীব্র তাপপ্রবাহের মধ্যে তার ক্লাস শুরু দুপুর ১২টায়। চলবে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত।রোববার (২৮ এপ্রিল) স্কুল খোলার দিকে ভরদুপুরে গণপরিবহনে চড়ে স্কুলে এসে ক্লাসে ঢোকার আগেই কিছুটা অসুস্থ হয়ে পড়ে আজমিরা। শিক্ষকদের সঙ্গে কথা বলে ক্লাস না করেই মায়ের সঙ্গে আবারও বাসায় ফিরে যায় সে।আজমিরার মা সেলিনা বেগম বলেন, ‘আমাদের বাসা নতুনবাজার। ১১টার দিকে বেরিয়েছি। ১০ মিনিট হাঁটার পথ। তারপর মেইন রাস্তায় এসে বাস ধরেছি। বাড্ডা-রামপুরার জ্যাম ঠেলে ৩৫-৪০ মিনিট পর স্কুলে এসে পৌঁছালাম। বাসের মধ্যেই মেয়েটা বমি আসছে বলছিল। এখানে আসার পর ঠিকভাবে একা হেঁটে ভেতরে ঢুকতেও পারছে না। ও এখন ক্লাস করবে কীভাবে? স্যারদের সঙ্গে দেখা করে বলে এখন চলে যাচ্ছি।’শুধু আজমিরা নয়, এ স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তারা ক্লাস না করেই বাসায় ফিরে গেছে। যাতায়াতের সময়ই তারা ক্লান্ত হয়ে পড়ছে বলে জানান অভিভাবকরা। ক্লাস করতেও অধিকাংশ শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যবোধ করছে না বলে জানিয়েছেন শিক্ষকরা।জানা গেছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুই শিফটে ক্লাস চলছে। মর্নিং শিফট ও ডে শিফট। স্কুলটির রুটিন অনুযায়ী—মর্নিং শিফটে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে ৭টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে সকাল ৭টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস সকাল ৭টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত। এছাড়া দশম শ্রেণির ক্লাস চলছে সকাল ৭টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত।অন্যদিকে ডে শিফটে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস চলছে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত। ষষ্ঠ থেকে নবমে দুপুর ১২টা থেকে ৪টা ৪০ মিনিট, দশম শ্রেণিতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।অভিভাবকরা বলছেন, সকালে দিকে যাদের ক্লাস, তার কিছুটা স্বস্তিতে ক্লাস করে ফিরেছে। তবে দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত যাদের ক্লাস তারা স্কুলে আসতে পথেই অনেকে ক্লান্ত হয়ে পড়ছে। অনেকে অসুস্থবোধ করায় ফিরেও গেছেন।চতুর্থ শ্রেণির আরেক ছাত্রী মনিকা। বাবার সঙ্গে স্কুলে এসেছে সে। মনিকা বলে, ক্লাসেও অনেক গরম। ফ্যান থাকলেও গরম লাগছে খুব। মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা খোলা থাকবে।এদিকে, সময়সূচিতে পরিবর্তন এনে ক্লাস শুরু করেছে প্রাথমিক বিদ্যালয়ে। নতুন সূচি অনুযায়ী—এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর দুই শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। পাশাপাশি প্রাক-প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধই থাকছে।