অনুশীলনে নেমে কোমরের ইনজুরিতে লিটন

0
17

প্রতিদিনের ডেস্ক
এ যেন মরার খাঁড়ার ঘা। জাতীয় জার্সিতে একেবারেই ফর্মে নেই লিটন দাস। ডাক মেরে হজম করছেন তীক্ষ্ম ভাষার সমালোচনা। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটন এবার জিম্বাবুয়ের ব্পিক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পড়লেন চোটে।আজ মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় ফিল্ডিং অনুশীলনে নেমে কোমরের ইনজুুরিতে পড়েছেল লিটন। এরপর আর থাকতে পারেননি মাঠেই। চোট লেগে ব্যথায় কাতর লিটন মাঠ ছেড়েছেন খোঁড়াতে খোঁড়াতে।চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে লিটনের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তীব্র গরমে একটু বেশিই ব্যথা পেয়েছেন টাইগার ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি গেল এক বছর ধরে ফিফটির সঙ্গে দেখা নেই লিটনের। সর্বশেষ গেল বছরের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।
এরপর খেলা ৭ ম্যাচে লিটনের রান ৫, ১৮, ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও সর্বশেষ ১০ ম্যাচে কোনো ফিফটি নেই লিটনের ব্যাটে। যার মধ্যে শেষ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা লিটন, সেটিই এখন দেখার অপেক্ষা।