দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন নরকিয়া, নতুন মুখ দুই

0
12

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। ইনজুরির কারণে ৯ মাস বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে দলে ফিরছেন পেসার অ্যানরিখ নরকিয়া। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি। এইডেন মারক্রামের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলবে প্রোটিয়ারা। ১৫ সদস্যের দলে রয়েছেন দুই নতুন মুখ। এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন ব্যাটার রায়ান রিকেলটন এবং পেসার ওটনিয়েল বার্টম্যান। সর্বশেষ এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ম্যাচে সর্বোচ্চ ৫৩০ রান করেছিলেন রায়ান রিকেলটন। এছাড়া ৩১ বছর বয়সী ওটনিয়েল বার্টম্যান উইাকেট নিয়েছিলেন ১৮টি। যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে দলে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক এবং অ্যানরিখ নরকিয়া। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন ডি কক। এবার হয়তো শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। ফেরার গুঞ্জন ছিল ফ্যাফ ডু প্লেসির। কিন্তু তাকে দেখা যাচ্ছে না বিশ্বকাপ দলে। নেই ফন ডার ডুসেনও। পেসার লুঙ্গি এনগিদিকে রাখা হয়েছে রিজার্ভ দলে। আন্দিল পেহলুকাইয়ো তো জায়গাই পাননি কোনো দলে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুইন, রিজা হেন্ডরিক্স, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মাহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, ত্রিস্টান স্টাবস। রিজার্ভ: নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিদি।