ক্ষমতায় এলে আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ করব : ট্রাম্প

0
14

প্রতিদিনের ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি বৃহৎ পরিকল্পনা তৈরি করেছেন। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি এটি প্রকাশ করবেন না। টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এটি নিশ্চিত করেছেন। ট্রাম্পের পরিকল্পনায় এটি থাকলেও তিনি আপাতত এটি নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে চাচ্ছেন না। কারণ তিনি এই মুহূর্তে চাচ্ছেন না এটি নিয়ে কোনরকম বিতর্ক সৃষ্টি হোক। আপাতত তিনি যুক্তরাষ্ট্রের ভোটারদের মন জয় করতে মনোনিবেশ করেছেন। খবর তাসের।
প্রতিবেদনটিতে বলা হয়, এপ্রিলের শেষের দিকে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইউরোপ এগিয়ে না আসা পর্যন্ত তিনি নির্বাচিত হলেও ইউক্রেনকে সহায়তা দেবেন না। উল্লেখ্য রাশিয়া ইতোপূর্বে বারবার ইউক্রেনকে ঘিরে বিভিন্ন পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এর আগে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা উল্লেখ করেছিলেন যে মস্কো সবসময় যে কোন সঙ্কটের কূটনৈতিক সমাধানে বিশ্বাস করে। রাশিয়া এজন্য সবসময় আলোচনার পথ উন্মুক্ত রেখেছে। যদিও কিয়েভ রাশিয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে এসেছে।