যশোরে ডাকাতির ঘটনায় ডাকাত সনাক্ত ও মালামাল উদ্ধার না হওয়ায় চুড়ান্ত রিপোর্ট

0
14

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের মালঞ্চী গ্রামের আল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনায় কোন ডাকাতকে সনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা যায়নি। দীর্ঘ তদন্তকালে ঘটনার সাথে জড়িত কাউকে আটক ও সাক্ষীদের বক্তব্যে ডাকাতদের সনাক্ত করতে না পারায় আদালতে চুড়ান্ড রিপোর্ট জমা দিয়েছে সিআইডি পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক আলী হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তার অব্যহতির আবেদন করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে সপ্তম তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী বাবুল হোসেন আদালতে এ চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৪ জানুয়ারি দিবাগত রাতে মালঞ্চী গ্রামের আল আমিন পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল ডাকাত ফ্লাটের দরজার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এরমধ্যে হত্যার হুমকি দেয় আলমিরার চাবি নিয়ে নগদ টাকা, ৮ ভরি সোনার গহনা ও মোবাইল ফোনসহ ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন আল আমিন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় ডাকাতি মামলা করেন। মামলাটি প্রথমে কোতয়ালি থানা পুলিশ পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। সর্বশেষ এ মামলার তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত এমন কাউকে আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার সম্ভব না হওয়ায় আদালতে চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ভবিষ্যতে এ ঘটনায় জড়িত কাউকে আটক সম্ভব হলে মামলাটি পুনজ্জীবীত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।