কলারোয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা শেষে পুরস্কার বিতরণী

0
17

কলারোয়া সংবাদদাতা
কলারোয়ায় ৩দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার (শস্য) অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ। এর আগে স্বাগত বক্তব্য দেন- ্উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক। অনুষ্ঠানে ১৪টি স্টল এর মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এবার মেলায় প্রথম স্থান অধিকারী হন-উপজেলার শিবানন্দকাটি গ্রামের মানকচু চাষী গোপাল চন্দ্র দে, ২য় পুরস্কার উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের কৃষক ওলকচু রফিকুল ইসলাম, উপজেলার গোয়ালচাতরণ গ্রামের চাষী ওলকচু তরিকুল ইসলাম, কয়লার মেটে আলু আবু রায়হান, দেয়াড়ার ওলকচু শাহাজুল আলম, কুশোডাঙ্গার কলা চাষী সাউফুল ইসলাম, তুলসীডাঙ্গার পানি কচু চাষী সাইফুল ইসলাম, কামারালী গ্রামের কাঠাল চাষী বাবুল আক্তার, গয়ড়া গ্রামের বিট কপি চাষী সবুজ হোসেন, কেসমত ইলিশপুর গ্রামের লতিকচু চাষী মেহেদী হাসান, রামচন্দ্রপুর গ্রামের মিষ্টি আলু চাষী তৌহিদুর রহমান, সলিমপুর গ্রামের মুখী কচু চাষী জাহাঙ্গীর আলম, ঝাপাঘাট গ্রামের মুখী কচু চাষী মিল্টন, জয়নগর গ্রামের গোল আলু চাষী প্রদীপ, ইলিশপুর গ্রামের লাবিদ হাসান, ফৈজ্যুল্লাহপুর গ্রামের গোল আলু চাষী আবু শাহিন ও পারভেজ নার্সারী।