১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কলারোয়া পৌরসভায় স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির সভা

কলারোয়া সংবাদদাতা
আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন কর্তৃক কলারোয়া পৌরসভায় বাস্তবায়নাধীন ওয়াস এসডিজি প্রকল্পের মাল্টি স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির এক সভা বুধবার (৮মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে পৌরসভা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও কমিটির উপদেষ্টা প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া কলারোয়া সরকারী কলেজের সাবে অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যক্ষ আব্দুল মজিদ,শিলা রাণী হালদার, সাংবাদিক জুলফিকার আলী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড ভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়, যারা ওয়ার্ড পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাবেন, বিশেষ করে ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানের মাধ্যমে মশক নিধোনকন্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট হবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার শাহনাজ পারভীন মীনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়