যে পরামর্শে এমন বিধ্বংসী ব্যাটিং ম্যাকগার্কের

0
15

প্রতিদিনের ডেস্ক
অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতার পর চলতি আইপিএলেও স্মরণীয় পারফরম্যান্স উপহার দিচ্ছেন তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লি ক্যাপিটালসের হয়ে তার অভিজ্ঞ দুই স্বদেশি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ কাঙ্ক্ষিত কিছু করে দেখাতে পারেননি। বিপরীতে সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক ঝোড়ো ব্যাটিংয়ে নজির গড়ছেন ম্যাকগার্ক। এমন আগ্রাসী ব্যাটিং তিনি আগে থেকেই করছেন, তবে একটি বিশেষ পরামর্শে তিনি নিজেকে বদলে ফেলেছেন! চলতি আইপিএলে ম্যাকগার্ক মূলত ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির বদলে। প্রোটিয়া পেসার চোটের কারণে আসর থেকে ছিটকে যান। অনেকেই ধরে নিয়েছিলেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিধ্বংসী ব্যাটিং পছন্দ করা ম্যাকগার্ক হয়তো শুরুটা ভালো করলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারবেন না। কিন্তু পরিসংখ্যান বলছে, দিল্লি শিবিরে তার আসার পর থেকেই দলের পারফরম্যান্সেও আমূল পরিবর্তন এসেছে। শুরুতে টানা হারতে থাকা দিল্লি এখন বড় দলকেও টেক্কা দিয়ে যাচ্ছে। এবারের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে কেবল একটি জয় পাওয়া ঋষভ পান্তদের দলটি পরের সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে। এই পরিসংখ্যানই যথেষ্ট এবারের আইপিএলে দিল্লি শিবিরে ম্যাকগার্কের অবদান বোঝার জন্য। যদিও নিজের পারফরম্যান্সের জন্য তরুণ এই ক্রিকেটার কৃতিত্ব দিচ্ছেন দলের কোচ তথা অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে। তার পরামর্শে ব্যাটিংয়ের সময় শট খেলার কৌশল ও মাথার অবস্থানে আগের চেয়ে পরিবর্তন এনেছেন ২২ বছরের ম্যাকগার্ক।