কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ৩ প্রার্থী একই ওয়ার্ড ও একই গ্রামের

0
12

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী তিন প্রার্থী পৌরসভার এই ওয়ার্ডের ও একই গ্রামের। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী আনারস প্রতীকে ৪২ হাজার ৬৭৫ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থীরা হলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (মটরসাইকেল)প্রতীকে৫ হাজার ৫৭২ ভোট পেয়েছেন,জাহাঙ্গির হোসেন সোহেল(টেলিফোন প্রতিক) পেয়েছেন ৪ হাজার ৮১৮ ভোট, ইমদাদুল হক সোহাগ (কাপপিরিচ) ৩ হাজার ৬২৩ ভোট, রাশেদ শমসের (হেলিকপ্টার) পেয়েছেন ৩ হাজার ৫১৯। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল উড়োজাহাজ প্রতীকে ২৯ হাজার ১৪৩ ভোট, দার প্রতিদ্বন্দি আনিচুর রহমান(চশমা প্রতিক) ১৫ হাজার ৯৩২, পেয়েছেন, সনজয় বিশ্বাস(টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ১৪হাজার ৭১০ ভোট। মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন হাঁস প্রতিকে ৩৫ হাজার ৬৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম তিথি রানী বিশ্বাস (ফুটচবল প্রতিক) ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে বাতিল ভোট হল ২৯০৯, পুরুষ ভাইচ চেয়ারম্যান বাতিল ভোটের সংখ্যা ছিল ৩৩০৬, মহিলা ভাইচ চেয়ারম্যান পদে বাতিল ভোটের সংখ্যা ছিল ৩৪৯০। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম বলেন, কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯২৪। ভোট কেন্দ্র ছিল ৯১টি। মোট ভোট পুল হয়েছে ৬৩ হাজার ১১৬ টি। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইচ চেয়ারম্যান পুরুষ শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পাভীন এরা তিন বিজয়ী প্রার্থী কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামের বাসিন্দা। চেয়ারম্যান শিবলী নোমানী ইতিপুর্বে পর পর ২ বার ভাইচ চেয়ারম্যান ছিলেন ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন এবারের বিজয়ী নিয়ে তিনি পর পর ৩ বার মহিলা ভাইচ চেয়ারম্যান নির্বাচিত হলেন।