ঝিকরগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

0
13

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় বেসরকারি এনজিও নাগরিক উদ্যোগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরবআলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোখসনা সুলতানা, উপজেলা এডভোকেসী কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইদ্রিস আলী, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, যশোর জেলা সিএসও নাসির উদ্দিন, সিবিও সদস্য মিলন কুমার বর্মন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ভলেন্টিয়ার আরিফ জামান ও অর্পন মানবকল্যান সংস্থার সভাপতি মোসলেম শেখ বাবু, নাগরিক উদ্যোগ পানিসারা ইউনিয়নের চেইঞ্জ এজেন্ট তুশার কুমার প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫জন সিবিও ও এএনসির সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন অভিযোগ শুনে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারবৃন্দকে নির্দেশ দিয়েছেন।