কালিগঞ্জে রবি ঠাকুরের জন্মোৎসব উপলক্ষ্যে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

0
14

কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মোৎসব উপলক্ষ্যে দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের মিলনমেলা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববাংলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০ মে শুক্রবার সকাল ১০টায় কালিগঞ্জ চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে আজি বাংলাদেশের হৃদয় হতে বিশ্বকপি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী দুই বাংলার শতাধিক কবি সাহিত্যিকদের অংশ গ্রহণে কবিতা আবৃতি, আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, রবিন্দ্র সংগীত, নৃত্য ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। দুই বাংলার মিলনমেলা সাহিত্য উৎসব কমিটির সভাপতি বিশিষ্ট্য সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ড. গাজী আব্দুলহেল বাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, মোস্তফা আক্তারুজ্জামান, বিশ্ববাংলা সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক রিয়ার রুমেল, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক শুভ্র আহমেদ, কবি স ম তুহিন, কথা সাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, আবৃতি শিল্পী মুনিরুজ্জামান ছট্টু, ভারতীয় কবি অতসি বাগচী, কবি বাবুল দাশ, কবি লুৎফর রহমান, অনুষ্ঠানে অনুষ্ঠানে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান কে সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে তাকে মুল্যায়ন করা উচিত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ করেন প্রায় ৫০ জন কবি। কবিতা পাঠে সেরা ৫ জন কে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সুকুমার দাশ বাচ্চু।