১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

বিফলে হেনড্রিকসের ঝড়, ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক কিং

প্রতিদিনের ডেস্ক
৫১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস। তারপরও দলকে জেতাতে পারলেন না রিজা হেনড্রিকস। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি প্রোটিয়াদের ২৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ আরও বড় হতে পারতো। প্রথম ১০ ওভারে ১ উইকেটেই তারা তুলে ফেলেছিল ১০৯ রান। শেষ ১০ ওভারে আরও ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তুলতে পারে ক্যারিবীয়রা। ব্রেন্ডন কিং ৪৫ বলে খেলেন ৭৯ রানের ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান ক্যারিবীয় ওপেনার। এছাড়া কাইল মায়ার্স ২৫ বলে ৩৪ আর রস্টন চেজ ৩০ বলে করেন অপরাজিত ৩২ রান। দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২৬ আর আন্দেলো ফেহলুখায়ো ২৮ রান খরচায় নেন ৩টি করে উইকেট। জবাবে ওপেনার রিজা হেনড্রিকস ৫১ বলে ৬টি করে চার-ছক্কায় ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় জয়ের কাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ডে ২৭ আর গুদাকেশ মোতি ২৫ রানে নেন ৩টি করে উইকেট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়