১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

আপনারা না চাইলে অন্য ক্লাবে গিয়ে শিরোপা জিতবো : ম্যানইউ মালিকদের টেন হাগ

প্রতিদিনের ডেস্ক
জয় বা হার- ফলাফল যাই হোক, চাকরি থাকবে না ম্যানচেস্টার ম্যানইউনাইটেডে কোচ এরিক টেন হাগের। চাকরি হারানোর এমন চাপ নিয়েও ম্যানইউকে দারুণ জয় উপহার দিয়েছেন তিনি। মৌসুমে দুর্দান্ত ফর্মে থেকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটিকে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানইউ। প্রিমিয়ার লিগে ভালো করতে না পারায় টেন হাগের উপর ক্ষুব্ধ ম্যানইউর মালিকপক্ষ। যে কারণে টেন হাগকে ছাঁটাই করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তারা। পরবর্তী কোচ কাকে করা যায়, সেটিও ভাবতে শুরু করেছিলেন ক্লাব মালিকরা, এমন দাবিও করেছে বেশকিছু গণমাধ্যম। তবে ম্যানসিটির মতো দলকে হারিয়ে টেন হাগ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো দমে যাননি এবং চাকরি হারানোর শঙ্কা তাকে স্পর্শ করতে পারেনি। ম্যাচশেষে ম্যানইউর মালিকদের লক্ষ্য করে বেশকিছু কথা বলেন ট্নে হাগ। টেন হাগ বলেন, ‘দুই বছরে দুইটা ট্রফি খারাপ না। তিন বছরে দুইটা ফাইনাল খেলাও খারাপ নয়। যদি তারা আমাকে না চায়, তাহলে আমি অন্য কোথায়ও যাবো এবং শিরোপা জিতবো। কারণ, এটাই আমার চাকরি।’ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, টেন হাগের পর ম্যানইউর কোচ কে হবেন, তা নিয়ে বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনাও করেছে ক্লাব। এ তালিকায় ছিলেন- টমাস টুখেল, মরিচিও পচেত্তিনো, কাইরন ম্যাকেননা, থমাস ফ্রাংক। যদিও এসব আলোচনার বিষয় অস্বীকার করেছেন ম্যানইউর সহ-মালিক স্যার জিম র্যাটক্লিপ।
ম্যাচশেষে টেন হাগের কাছে সাংবাদিকরা জানতে চান, ম্যানইউর মালিকরা যে নতুন কোচ নিয়োগের জন্য বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, সেটি তিনি জানেন কিনা। জবাবে ট্নে হাগ বলেন, ‘আমি জানি না, তারা এটা করেছে কি না। এ প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। আমি জানি না। হয়তো আপনাদের জানার সূত্র আছে, আমার তা নেই। আমি একটি প্রজেক্টে আছি এবং আমাদের যেখানে থাকার কথা, আমরা সেখানেই আছি। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি।’ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অষ্টম স্থানে থেকে শেষ করেছে ম্যানইউ। এ মৌসুমে গোল ব্যবধানও ছিল তুলনামূলক কম। যা তাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে মৌসুমের রেকর্ড। যে কারণে কোচ বদলের বিষয়ে ভেবেছিলেন ক্লাব মালিকরা। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তার জন্য করতে হবে অপেক্ষা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়