১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

‘ডাবল’ শিরোপা জিতে আরেকটি ইতিহাস লেভারকুসেনের

প্রতিদিনের ডেস্ক
ম্যাচের শুরুর দিকে গ্রানিথ জাকার গোলটিই যথেষ্ট হলো। প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয়েও জার্মান কাপের শিরোপা হাতছাড়া করলো না লেভারকুসেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। এতে করে ঘরোয়াতে অপরাজিত থেকে ‘ডাবল’ শিরোপা জিতে আরেকটি ইতিহাস গড়েছে জাবি আলোনসোর দল। ম্যাচের ১৬ মিনিটে ক্রসবারের নিচে দিয়ে বল জালে জড়ান জাকা। বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার ওডিলন কুসুনও মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লেভারকুসেন। একজনকে হারিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে আলোনসোর দল। শেষ পর্যন্ত ওই এক গোলেই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। লেভারকুসেন এর আগে বুন্দেসলিগায় অপরাজিত থেকে শিরোপা জিতেছে। চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচই হেরেছে আলোনসোর দল, সেটি ইউরোপা লিগের ফাইনালে। আটালান্টার কাছে ৩-০ গোলের হারে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙে লেভারকুসেনের। এক মৌসুমে দুই শিরোপা জিতে স্প্যানিশ কোচ বলেন, ‘পুরো জার্নি, পুরো মৌসুমটা ছিল দুর্দান্ত। আমরা এই মৌসুমে যা করেছি তা অবিশ্বাস্য।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়