১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইউরোপে রাশিয়ার গ্যাস পাঠাতে দেবে না ইউক্রেন

প্রতিদিনের ডেস্ক
রাশিয়ার বৃহৎ গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান গাজপ্রম ইউরোপে প্রতিদিন ৪ কোটি ২২ লাখ ঘন মিটার গ্যাস পাঠাতে চায় ইউরোপের ওপর দিয়ে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সাদজাহ গ্যাস পাম্পিং স্টেশন থেকে এ গ্যাস ইউরোপে পাঠাতে চায় রাশিয়ার বৃহৎ গ্যাস রপ্তানিকারক ওই প্রতিষ্ঠান। খবর তাসের। কিন্তু এতে বাধ সেঁধেছে ইউক্রেন। দেশটির সোখরানোভকা গ্যাস পাপিং স্টেশন তাদের সহযোগী প্রতিষ্ঠান রাশিয়ার সাদজাহ গ্যাস পাম্পিং স্টেশনকে জানিয়ে দিয়েছে, রাষ্ট্রীয় আদেশ অমান্য করে তারা রাশিয়ার গ্যাস সঞ্চালনে সহযোগিতা করতে পারবে না। রবিবার (২৬ মে) রাশিয়ার গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এ কথা জানিয়ে দেয় ইউক্রেনীয় প্রতিষ্ঠান সোখরানোভকা। এর আগে গ্যাস ট্রান্সমিশন সিস্টেম অপারেটর অক ইউক্রেন (জিটিএসওইউ) জানিয়েছিল, ২৬ মে রবিবার প্রতিদিন ইউক্রেনের ওপর দিয়ে সঞ্চালন লাইনের মধ্য দিয়ে ৪২.২ মিলিয়ন ঘন মিটার গ্যাস ইউরোপে রপ্তানি করবে রাশিয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়