১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঘূর্ণিঝড় রিমাল বোন-ফুপুকে উদ্ধারে গিয়ে স্রোতে তলিয়ে প্রাণ গেলো যুবকের

প্রতিদিনের ডেস্ক॥
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত স্রোতে তলিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (২৬ মে) দুপুরে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলেন। দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুপাকে নিয়ে বোন ও ফুপুকে উদ্ধার করতে যান। এসময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫-৭ ফুট প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ওই বাড়িতে যাচ্ছিলেন। এসময় ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। এ ঘটনার এক ঘণ্টা পর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ইউএনও রবিউল ইসলাম বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। শরীফের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আমরা সার্বিকভাবে পরিবারটিকে সহযোগিতা করার চেষ্টা করবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়